শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুকুরে বিষ প্রয়োগে ৬০ মণ মাছ নিধন

সম্প্রতি শত্রুতার জেরে গায়বান্ধায় পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৬০ মন মাছ মেরে ফেলা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের মাছ চাষি সাজেদুল ইসলাম স্বাধীনের সাথে শত্রুতা করে এ কাজ করা হয়েছে বলে জানান তিনি।

আজ রোববার বিকেলে ক্ষতিগ্রস্ত সাজেদুল ইসলাম স্বাধীন পুকুরে মাছ ভেসে উঠার পর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মধ্য জরমনদী এলাকায় বেশ কয়েক বছর ধরেই তিনি মাছ চাষ করে যাচ্ছেন। এটি একটি লাভজনক ব্যবসা হওয়ায় প্রতি বছরের মতো এবারো তিনি পুকুরে বিভিন্ন প্রজাতির প্রায় ৮ মণ পোনা মাছ ছেড়েছিলেন। যার প্রতিটি মাছ প্রায় আধা কেজি ওজনের হয়েছিল।

শনিবার (১৬ নভেম্বর) রাতে কে বা কারা তার উপর শত্রুতা করে পুকুরটিতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৬০ মণ মাছ মেরে ফেলে। পুকুরে ছাড়া মাছের দাম প্রায় ৪ লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি

তিনি আরও বলেন, এই মৌসুমে তাকে একেবারে নিঃস্ব করে দিল শত্রুরা। এ বিষয়ে তিনি মামলা করবেন।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  সিএমএসএমই খাতে ১০ কোটি টাকার ঋণ বিতরণ

সংবাদটি শেয়ার করুন