ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর বাসন সড়ক ও ভোগড়া এলাকায় দুটি পোশাক কারখানা লে অফ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

রোববার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রায় ১২ শ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের ওই অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও আফিসগামী মানুষ।

কারখানার শ্রমিকরা জানায়, শনিবার রাত পর্যন্ত কাজ শেষ করে সকলেই বাসায় ফিরে যান। রোববার (১০ অক্টোবর) সকাল আটটার দিকে ইন্টারলিংক অ্যাপোরেল লিঃ কারখানার সামনে আসলে প্রধান ফটকে কারখানাটি বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান।

এতে কারখানা এক হাজারেরও বেশি শ্রমিক উত্তেজিত ও বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় এবং সড়ক অবরোধ করে। সড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দূর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী।

শ্রমিকরা জানায়, তাদের কিছু না জানিয়েই কর্তৃপক্ষ কারখানাটি লে-অফ ঘোষণা করে। আজ তাদের গত সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল। এসময় তারা কারখানা খোলা এবং বকেয়া বেতন পরিশোধের দাবি করেন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন