ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে মডার্নার টিকার সংকটে বিপাকে প্রবাসীরা

সিলেটে মডার্নার টিকা না থাকায় বিপাকে প্রায় সাড়ে ৩ হাজার বিদেশযাত্রী। প্রবাসী অ্যাপে রেজিস্ট্রেশন করেও ভ্যাকসিন না পেয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। এদিকে, এসএমএস না আসায় টিকা নিতে পারছেন না লক্ষাধিক নাগরিক।

মহামারির বিরুদ্ধে যুদ্ধের পরিবেশটা অনেকটা কঠিন হয়ে উঠেছে সিলেটের সাড়ে তিন হাজার বিদেশযাত্রীর। সরকার নির্দেশিত প্রবাসী অ্যাপে রেজিষ্ট্রেশন করেও পাচ্ছে না কাংখিত মডার্নার ভ্যাকসিন। ফলে সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও থমকে আছে বিদেশযাত্রা। এতে বাড়ছে নানামুখী সমস্যা।

বিদেশগামী যাত্রীরা বলেন, যদি আমরা ভ্যাকসিন না নেই তাহলে আমাদের কোয়ারেন্টিন ফি হবে ২৩’শ ডলার প্রায় আড়াই লাখ টাকার মত। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আহ্বান জানাচ্ছি দ্রুত আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য।

এদিকে সিলেটে নিয়মিত টিকাদানের পাশাপাশি গত ৭, ৮ ও ৯ই আগস্ট সোয়া লাখ মানুষ গণটিকা নিয়েছেন। অপেক্ষমানদের টিকার আওতায় আনতে কেন্দ্র বাড়ানোর পরিকল্পনার কথা জানায় সিটি করপোরেশন।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. জাহিদুর রহমান বলেন, আমরা আশা করছি খুব দ্রুত সরকার আমাদের এমন নির্দেশনা দিবে যে মর্ডানার বিকল্প হিসেবে কোন ভ্যাকসিনটি আমরা প্রবাসীদেরকে অগ্রাধিকার ক্ষেত্রে দিতে পারবো।

৮ দিন পর সোমবার থেকে আবার শুরু হয়েছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা দান। তবে, প্রতিদিনের গড় হিসেবে অপেক্ষমাণ লক্ষাধিক মানুষ কবে নাগাদ টিকার আওতায় আসবেন সে নিশ্চয়তা কেউ দিতে পারেনি।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন