ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় দিনেই হাজার কোটি টাকা রাজস্ব আদায়

হাজার কোটি টাকা রাজস্ব আদায় ছাড়িয়েছে আয়কর মেলা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শুরু থেকে এখন পর্যন্ত কর আদায় হয়েছে ১ হাজার ৬৪ কোটি ২৩ লাখ ১৪ হাজার ৯৩৩ টাকা। এর মধ্যে তৃতীয় দিনে ২৬২ কোটি ২ লাখ ৯২ হাজার ২৫১ টাকা রাজস্ব আদায় হয় আয়কর মেলায়।

শনিবার (১৬ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত মেলায় ৬ লাখ ৭৬ হাজার ৩৮২ জন এ পর্যন্ত সেবা গ্রহণ করেছেন, আর রিটার্ন দাখিল হয়েছে ২ লাখ ২১ হাজার ৬৪৯। এছাড়াও নতুন ই-টিআইন ১১ হাজার ৯৭৯ জন করদাতা নিবন্ধন নিয়েছেন।

আয়কর মেলার তৃতীয় দিনে লম্বা লাইনে করসেবা গ্রহণ ও রিটার্ন দাখিল করেন করদাতারা। শনিবার সরকারি ছুটির দিন থাকায় সকাল থেকেই রাজধানীর বেইলী রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত মেলায় আসতে শুরু করে করদাতারা। এক পর্যায় করদাতাদের লম্বা লাইন মেলা প্রাঙ্গনের রাস্তা পর্যন্ত চলে আসে। তবে রিটার্ন বুথগুলোতেই সবচেয়ে বেশি ভিড় দেখা যায় ।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া জানান, সম্মানিত করদাতাদের উপস্থিতিতে দিন দিন আয়কর মেলা বৃদ্ধি পাচ্ছে। ক্রমাগতভাবে মানুষের আগ্রহের পরিমাণ বাড়ছে। উৎসবের আমেজে মানুষ দলে দলে আয়কর মেলায় রিটার্ন জমা দিচ্ছে।

তিনি আরো বলেন, কোনো রকম হয়রানি ছাড়াই নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে রিটার্ন জমা দিয়ে রশিদ নিচ্ছেন করদাতারা। বিশেষ করে নারী করদাতাদের আজকের মেলাতে উপস্থিতি ছিল লক্ষণীয়। এবারের বাজেটে রাজস্বের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জনের জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছি।

এর আগে আয়কর মেলার দ্বিতীয় দিনে রাজস্ব আদায় হয় ৪৭৯ কোটি এক লাখ ২৮ হাজার ৭৯৭ টাকা। মেলার প্রথম দিনেই প্রায় ৪৮ শতাংশ প্রবৃদ্ধিতে ৩২৩ কোটি ১৮ লাখ ৯৩ হাজার ৮৮৫ টাকা রাজস্ব সংগ্রহ করেছে এনবিআর।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন