ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

১৯শে আগস্ট থেকে চলবে সব গণপরিবহণ

১৯শে আগস্ট থেকে চলবে সব গণপরিবহণ

১৯শে আগস্ট থেকে সড়ক, রেল ও নৌপথে সব ধরণের গণপরিবহণ চলবে। অর্ধেক আসনে খুলছে পর্যটন, বিনোদনকেন্দ্র ও কমিউনিটি সেন্টার। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ১৯শে আগস্ট থেকে সবধরণের গণপরিবহণ চলবে। একইসাথে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টারে ও বিনোদন কেন্দ্র ধারণ ক্ষমতার ৫০ ভাগ ব্যবহার করে চালু করা যাবে। তবে সব ক্ষেত্রে মাস্ক পরাসহ স্বাস্থ্য অধিদপ্তরের সবকটি নির্দেশনা মেনে চলতে হবে।

কোন প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন