৭ আগস্ট ৩২ লাখ টিকা দেয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। এরপর সাত দিন বিরতি নিয়ে আবারো এ কার্যক্রম শুরু হবে ১৪ আগস্ট। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস ইনডিপেনডেন্ট টেলিভিশনকে জানান, ইউনিয়ন পর্যাায়ে গণটিকা কার্যক্রম পর্যবেক্ষণ করার পর আবারো শুরু হবে টিকা দেয়া।
মূখ্যসচিব আরো বলেন, সরতকার প্রতিদিন ৩২ লাখ টিকা দেয়ার টার্গেট নিয়েছে। এর মধ্যে সিনোফার্মের ৩৪ লাখ টিকা কয়েক দিনের মধ্যে দেশে চলে আসবে।
এরআগে ২৭ জুলাই করোনা মোকাবিলার কৌশল নির্ধারণে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং শেষে গণটিকা দেয়া হবে বলে জানিয়েছিল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকা। এ বৈঠকেই ৭ আগস্ট থেকে দেশের সকল ইউনিয়নে টিকা কেন্দ্র স্থাপন করে প্রত্যন্ত এলাকায় টিকাদান কার্যক্রম শুরু করার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দেশে গত ৭ ফেব্রুয়ারি এ গণটিকাদান কার্যক্রম শুরু হয়।
আনন্দবাজার/শহক