টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গব্ন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা অ্যাম্বুলেন্সের চালক ও যাত্রী।
বঙ্গবন্ধুসেতু পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মাছবাহী একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। অপরদিকে, অ্যাম্বুলেন্সটি উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় হাতিয়া নামক স্থানে এসে পৌঁছুলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
পুলিশ জানিয়েছে, সকালে কালিহাতীর হাতিয়ায় মাছ বোঝাই ট্রাকের সঙ্গে উত্তরবঙ্গগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান অ্যাম্বুলেন্সের তিনজন। আহত সাতজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনালের হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান আরো দুইজন।
আনন্দবাজার/শহক