ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সফলভাবে করোনা মোকাবিলা করতে পেরেছে: স্বাস্থ্যমন্ত্রী

করেনা মোকাবিলায় বিশ্বের বড় বড় দেশ যখন ধরাশয়ী তখন তা সফলভাবে মোকাবিলা করতে পেরেছে বাংলাদেশ। তাই জীবনযাত্রা এখনো প্রায় স্বাভাবিক আছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের উপর আলোচনায় একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে দুর্নীতে জড়িতদের কাউকে ছাড় দেয়া হচ্ছেনা। বলেন, বিশ্বের উন্নত দেশের মতো করোনায় একই চিকিৎসা দিয়েছে বাংলাদেশ।

এক্ষেত্রে ওষুধের কোন ঘাটতি হয়নি বলেও জানান তিনি। করোনা চিকিৎসায় বিভিন্ন পদক্ষেপ নেয়ায় করোনায় দেশে মৃত্যু হার দেড়ভাগে রাখা সম্ভব হয়েছে। এছাড়া, চায়না রাশিয়া থেকে ভ্যাকসিন আনার প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী।

এর আগে, বিএনপির সংসদ সদস্য ব্যরিষ্টার রুমিন ফারহানা ও হারুনুর রশিদ বলেন, স্বাস্থ্যখাতে নানা সংকটের পরও চলতি বাজেটে এখাতে বরাদ্দের মাত্র ২৫ শতাংশ ব্যয় করতে পেরেছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও গত দেড় বছরে মাত্র ৫টি জেলায় আইসিইউ স্থাপন করা হয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন