শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

অটোমোবাইল সেক্টরে নতুন যুগের সূচনার দ্বারপ্রান্তে বাংলাদেশ

অটোমোবাইল সেক্টরে নতুন যুগের সূচনার দ্বারপ্রান্তে বাংলাদেশ

অটোমোবাইল ইন্ডাষ্ট্রি ইতোমধ্যে বাংলাদেশের একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে আত্মপ্রকাশ করেছে । মধ্যবিত্ত শ্রেণীর ক্রয়ক্ষমতা বৃদ্বির দরুন দেশে ব্যক্তিগত নতুন গাড়ির বাজার সম্প্রসারিত হচ্ছে । নতুন গাড়ির চাহিদা বৃদ্ধির পাশাাপশি অটোমোবাইল ইন্ডষ্ট্রিাতে শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বাড়ছে পাল্লা দিয়ে। স্বনামধন্য তিনিটি শিল্পগ্রুপ এ্রইমধ্যে অটোমোবাইল ইন্ড্রাষ্ট্রিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানগুলো হলো পিএইচপি ফ্যামিলির সহযোগী প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস লিমিটেড, হোসেন গ্রুপের বাংলা কারস লিমিটেড,ফেয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি লিমিটেড।

পিএইচপি অটোমোবাইলস লিমিটেড:
২০১৫ সালে আমাদের রাস্তা আামাদের গাড়ি থাকবে সবার বাড়ি বাড়ি ,এই স্লোগানে যাত্রা শুরু করে চট্রগ্রামের শিল্পগ্রুপ পিএইচপি ফ্যামিলির সহযোগী প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস লিমিটেড । এ্ই প্রতিষ্ঠানটি বাংলাদেশে মালেশিয়ান প্রোটন ব্র্যান্ডের গাড়ি সংযোজন ও বাজারজাত করছে । প্রথমে শুধু সংযোজন দিয়ে শুরু করলেও বর্তমানে গাড়ির ২৫ ধরনের যন্ত্রপাতি দেশেই উৎপাদন করছে পিএইচপি অটোমোবাইলস লিমিটেড । ইতোমধ্যে আটোমোবাইল ইন্ডাষ্ট্রিতে কোম্পানিটি বিনিয়োগ করেছে ৪৫০ কোটি টাকা ,অদূর ভবিষ্যতে আরও ৭০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে কোম্পনি সূত্রে জানা যায় । পিএইচপি অটোমোবাইলস এর ব্যবস্থাপনা পরিচালক আকতার পারভেজ চৌধুরী আনন্দবাজারকে বলেন ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ি বাংলাদেশের বাজারে আনয়নের লক্ষ্যে কাজ করছে আমাদের প্রতিষ্ঠান ।

বাংলা কারস লিমিটেড :
হোসেন গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান বাংলা কারস লিমিটেড । দেশে প্রথমবারের অটোমোবইল ইন্ড্রাষ্ট্রিতে মেইড ইন বাংলাদেশ যুক্ত করার প্রত্যয়ে বাংলা কারস লিমিটেড ইতোমধ্যে ট্রায়াল প্রোডাকশনে আছে । কোম্পানি সুত্রে জানা যায় বাংলা কার তৈরির কারখানা নারায়নগঞ্জের পঞ্চবটিতে । কারখানাটিতে উৎপাদিত হবে প্রাইভেট কার , ট্রাক , বাস ,লরি ট্রাক , পিকআপসহ ১২ ধরনের গাড়ি । বাংলা কার নির্মাণের জন্য জাপান, ইন্দেনেশিয়া ও চীনের সাথে যৌথভাবে কাজ করছে হোসেন গ্রুপ ।
কোম্পানি সুত্রে জানা যায় প্রতিবছর সবমিলিয়ে৫০০০ গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। সরকারি সহায়তা পেলে দেশের গন্ডি পেরিয়ে রপ্তানি বাজারে নিজেদের নাম লেখাতে আগ্রহী বাংলা কারস।

আরও পড়ুনঃ  লকডাউন: মাঠে থাকবে তিন বাহিনী

ফেয়ার টেকনোলজি লিমিটেড :
ফেয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফেয়ার টেকনোলজি লিমিটেডস্থায়িত্ব ও প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দর্শন লালন করে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত হুন্দাই ব্র্যান্ডের গাড়ি তৈরি করবে বাংলাদেশে । গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে তিন দশমিক পাঁচ একর জমির উপর কারখানা নির্মাণের কাজ চলছে ।২০২২ সালের প্রথমার্ধে নির্মাণ কাজ শেষ হবে কোম্পানি সূত্রে জানা যায়।
দুই ধাপের বিনিয়োগ পরিকল্পনার প্রথম ধাপে ১৫০ কোটি বিনিয়োগ এবং পরবর্তী পর্যায়ে ২০২৪- ২৫ অর্থবছরে ১৫০০ কোটি টাকা আটোমোবাইল ইন্ড্রাষ্ট্রিতে বিনিয়োগ করবে ফেয়ার টেকনোলজি লিমিটেড ।
উল্লেখ্য ২০২০ সাল থেকে ফেয়ার টেকনোলজি লিমিটেড হুন্দাই মোটরের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে যাত্রা শুরু করে।

খাতসংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয় কতৃক প্রণীত ,অটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমালা২০২০ এই সেক্টরে দেশীয় বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বপুর্ন ভূমিকা রাখছে । এই নীতিমালায় পুরাতন গাড়ির আমদানি আগামী ছয় বছরের মধ্যে বন্ধ করেদেশেই নতুন গাড়ি তৈরিতে উৎসাহ প্রদান করার জন্য নানান সুযোগ সুবিধার প্রস্তাবনা রাখা হয়েছে ।
স্থানীয় পর্যায়ে অটোমোবাইল উৎপাদন ,অটোমোবাইল শিল্প খাতের বাজার উন্নয়ন,জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষা,সার্ক ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রপ্তানির লক্ষ্যমাত্রা,স্থানীয় পর্যায়ে যন্ত্রাংশ ও উৎপাদন শিল্পের বিকাশ ,এই বিষয়গুলোলোঅটোমোবাইল শিল্প উন্নয়ন নীতিমাল ২০২০এ প্রধান্য পেয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন