ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈলে মূল্যবান কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বনগাঁও গ্রামের আব্দুল মজিদের ছেলে দুঃখু মিয়ার বাড়ি থেকে শনিবার (২৯ মে) একটি কালো পাথরের বিষ্ণুর প্রতিকৃতি অংকিত টেরাকোটা নকশাকৃত মূল্যবান মূর্তি উদ্ধার করা হয়। ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ তারেক লিপুর দেয়া সংবাদের ভিত্তিতে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির ঐ বাড়িতে গিয়ে মূর্তিটি উদ্ধার করেন যার দৈর্ঘ্য-প্রস্ত ৬ ইঞ্চি বাই ৬ ইঞ্চি এবং ওজন ৭৬০ গ্রাম।

শ্রমিক দুঃখু মিয়া গতকাল শুক্রবার (২৮ মে) উপজেলার বাচোর সুন্দরপুর চাপড়া দিঘীতে মাটি খনন কালে এই মূর্তিটি পেয়ে সবার অগোচরে বাড়িতে নিয়ে আসে। দুঃখু মূর্তিটি সরকারের কাছে জমা দিবে বলে স্থানিয় ছাত্রলীগ নেতা লিপুকে জানায়।পরদিন লিপু ইউএনওকে খবর দিলে তিনি সাথে সাথে ঐ বাড়িতে গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন।

ইউএনও বলেন উদ্ধারকৃত মূর্তিটি আজ ২৯ মে জেলা প্রশাসকের ট্রেজারি কোষাগারে প্রেরণ করা হবে।

আনন্দবাজার/শাহী/কবীর

সংবাদটি শেয়ার করুন