ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়ায় আওয়ামীলীগ সভাপতির বিরুদ্ধে কোটি টাকা দূর্নীতির চিঠি ভাইরাল

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে প্রায় ৮ (আট) কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাঁদাবাজি সংক্রান্ত একটি চিঠি ভাইরাল হয়েছে। আর এই চিঠি নিয়ে গাজীপুর জুড়ে শুরু হয়েছে তোলপাড় ও আনাগোনা।

এদিকে ফেসবুকে ভাইরাল হওয়া চিঠির বিষয়ে উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহম্মদ শহীদুল্লাহ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলণের আয়োজন করেন। সংবাদ সম্মেলণে তিনি বলেন, এই চিঠির বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক ভাবেই আমাকে সকলের কাছে হেয় প্রতিপন্ন করতেই ভূয়া চিঠিটি ভাইরাল করা হয়েছে। বাস্তবে এমন কোন ঘটনা ঘটেনি।

এছাড়া ভাইরাল হওয়া চিঠিতে দেখা যায়, গত ১ মার্চ অফিসিয়াল প্যাডে গাজীপুর পল্লী বিদুৎ সমিতি-২ এর সদ্য চাকরি থেকে অবসরে যাওয়া সমিতির সিনিয়র জোনাল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মোঃ হাসান শাহ্ নাওয়াজ স্বাক্ষরিত একটি চিঠি গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সাংসদ সিমিন হোসেন রিমি এমপি’র কাছে পাঠানো হয়।

এদিকে চিঠিতে বলা হয়েছে, কাপাসিয়ায় আমি (জিএম) কর্মস্থলে আসার তিন (৩) বছরে এই উপজেলায় প্রায় ১ হাজার ৩শত কিলোমিটার বিদুৎ লাইন স্থাপন করি। আর এতে বৈদ্যুতিক খুঁটি (পোল) স্থাপন করা হয়েছে প্রায় সাড়ে ১৯ হাজার। আর প্রতি খুঁটি থেকে মোঃ শহীদুল্লাহ সংসদ সদস্য সিমিন হোসেন রিমির নাম ভাঙ্গিয়ে চার হাজার টাকা করে উত্তোলণ করেছেন।

সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি বলেন, ফেসবুকে ভাইরাল হওয়া এ চিঠি আমি সরাসরি পাইনি। তবে অন্যদের ফেসবুকে পেয়ে ওই সিনিয়র জোনাল ম্যানেজার (জিএম) কে ফোন করা হয়। এসময় জিএম প্রকৌশলী মোঃ হাসান শাহ্ নাওয়াজ জানান, তাকে উদ্দেশ্য করে এমন কোন চিঠি তিনি লেখেননি। তবে তার স্বাক্ষর জাল (নকল) করে কেউ এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে জিএমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। শনিবার (২৯ মে) সকালে ভাইরাল হওয়া উড়ো চিঠির অভিযোগের প্রতিবাদে সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলণ করেন।

সংবাদ সম্মেলণে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ওই জিএমের নয়। এ চিঠি ভাইরালের ঘটনায় শুক্রবার (২৮ মে) জিএম গাজীপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমাকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করতেই এই চিঠি ভাইরাল করা হয়েছে।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন