ইসলামী বিশ্ববিদ্যালয়ের বি. এন. সি. সি. অফিসের কম্পিউটার অপারেটর মোঃ বকুল হোসেন-কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, আজ সকালে বি. এন. সি. সি. অফিস প্রধানের প্রেরিত তথ্যের ভিত্তিতে অফিসের কম্পিউটার অপারেটর মোঃ বকুল হোসেন-কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ১৫ (এ) ধারা অনুযায়ী তাকে কম্পিউটার অপারেটর পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিধি মোতাবেক তিনি বরখাস্তকালীন সময় তিনি শুধু জীবন ধারণ ভাতা পাবেন বলে জানা যায়।
উল্লেখ্য, গত ২৪ মে, ঝিনাইদহ র্যাব-৬ এর মাদকবিরোধী অভিযানের সময় শেখপাড়া বাজার থেকে ৮৯ পিস ইয়াবাসহ ওই কর্মচারী মোঃ বকুল হোসেন-কে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাহেব আলীকেও আটক করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে ঝিনাইদহের শৈলকূপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে র্যাব। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হলে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আনন্দবাজার/শাহী/তিতলী