ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

“করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত বশেমুরবিপ্রবি শিক্ষার্থী”

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীসহ ও তার পরিবারের সদস্যরা করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন।

গত বুধবার (২৬ মে) বশেমুরবিপ্রবি’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহানসহ পরিবারের ৯ সদস্যদের দেহে করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে।

এদিকে, করোনা উপসর্গ পরিলক্ষিত হবার পরপরই চিকিৎসার জন্য যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে নুসরাত সহ তাঁর পরিবারের দুই(২) সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি সদস্যরা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আনন্দবাজার/শাহী/আকীক

সংবাদটি শেয়ার করুন