ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

থেমে থেমে বৃষ্টি হতে পারে ঈদের দিন 

ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে তাপমাত্রা কমে সহনীয় পর্যায়ে নামবে। ফলে শুক্রবার (১৪ মে) দেশে আরামদায়ক আবহাওয়াতেই কাটবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার (১৩ মে) ঢাকা পোস্টকে এসব তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। তিনি বলেন, টানা বৃষ্টির সম্ভাবনা নেই শুক্রবার। ফলে বৃষ্টির জন্য ঈদের আনন্দ মাটি হবে না।

এদিকে, আজও (বৃহস্পতিবার) ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাত অবধি বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। নওগাঁয় বেলা ১১টায় বৃষ্টি হয়েছে। বেলা ১২টার দিকে ঝিনাইদহ, মংলা, ভোলায় বৃষ্টি শুরু হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চাঁদপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ছিল ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আআনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন