ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থকষ্টে করোনার মধ্যেই শুটিং করেছেন শ্রুতি

করোনার তাণ্ডবে বিধ্বস্ত গোটা ভারত। দেশটিতে প্রতিদিনই ভাঙছে আক্রান্তের রেকর্ড। এবং লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চারপাশে অক্সিজেনের জন্য হাহাকার চলছে। কোথাও কোথাও লকডাউনও আরোপ করা হচ্ছে। তবে এই পরিস্থিতির মধ্যেই শুটিং করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান।

এই ভয়াবহতার মধ্যে কেন তিনি কাজ করছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসান ও অভিনেত্রী সারিকার সন্তান শ্রুতি।

আর্থিকভাবে স্বাধীনভাবে চলতে চান ৩৫ বছর বয়সী শ্রুতি। এক দশক ধরে বাবা-মা থেকে আলাদা হয়ে নিজের বাড়িতে থাকছেন তিনি। করোনা মহামারীর আগেই বাড়ি কিনেছিলেন এই অভিনেত্রী।

শ্রুতি বলেন, আমার কিছু সীমাবদ্ধতা আছে। আমার বাবা অথবা মা আমাকে সাহায্য করছে না। নিজের খরচ নিজেকেই বহন করতে হয়। শুটিংয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমার ঘরে থাকার মতো অবস্থা থাকলে ঘরেই থাকতাম।

তিনি আরও বলেন, মাস্ক ছাড়া শুটিং সেটে থাকা আতঙ্কের। আমি মিথ্যা বলবো না। আমাদের শুটিংয়ে যেতে হয়েছে কারণ সবার মতো আমারও আর্থিক সীমাবদ্ধতা আছে। মহামারী শেষ হওয়া পর্যন্ত আমি লুকিয়ে থাকতে পারি না।

সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা গেছে ‘উকিল সাব’ সিনেমায়। প্রভাসের সঙ্গে ‘সালার’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন