মঙ্গলবার সৌদি আরবের কোথায়ও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই চলতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে
আগামী বৃহস্পতিবার (১৩ মে) সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। মঙ্গলবার (১১ মে) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সৌদি আরবের কোথায়ও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই চলতি বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
প্রসঙ্গত, সৌদি আরবের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর ইত্যাদি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে রমজান পালিত হয়।
আনন্সবাজার/শহক