এবার গরুর জন্য হোস্টেল তৈরী করা হবে ভারতে। ভারতের প্রায় প্রতিটি শহর বা নগর অঞ্চলে গরুর হোস্টেল তৈরী করার জন্য দেশটির সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
ভারতের নবগঠিত জাতীয় গরু কমিশন দেশের প্রতিটি শহরে গরুর হোস্টেল তৈরীর জন্য ১০ থেকে ১৫টি বিশেষ জায়গা বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছে। এই বিষয়ে দেশটির সরকারের কাছে প্রস্তাব করেছে তারা।
ভারতের জাতীয় গরু কমিশন এর চেয়ারম্যান ভল্লবভাই কাতিরিয়া বলেন, এসব হোস্টেলে রাখা গরু থেকে মালিকেরা সব সুবিধা পাবেন। গরুর খাঁটি দুধ পাবেন, এছাড়া গরুর বাচ্চা হলে তার মালিকানাও পাবেন। সেইসঙ্গে গরুর দুধ, গোবর ও মূত্র বিক্রি করে আয়ও করতে পারবেন তারা।
শহর অঞ্চলে জায়গার অভাবে অনেকেই গরু কিনতে পারেন না। তাছাড়া গরু কিনে লালন পালন করার সময়ও অনেকেরই থাকে না।তাদের কথা চিন্তা করেই এই হোস্টেলের উদ্দোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের জাতীয় গরু কমিশন। নির্দিষ্ট ফি এর বিনিময়ে যে কেউ এসব হোস্টেলে গরু রাখতে পারবেন।
আনন্দবাজার/ডব্লিউ এস