ঢাকা | বৃহস্পতিবার
১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এটা এমন কিছুই নয়: করোনা আক্রান্ত কঙ্গনা

এটা এমন কিছুই নয়: করোনা আক্রান্ত কঙ্গনা

এবার মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশে যাওয়ার আগেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে তার। আজ শনিবার ইনস্টাগ্রামে নিজেই এ খবর জানিয়েছেন কঙ্গনা।

কঙ্গনা রানাউত বলেন, বেশ কয়েকদিন ধরেই দুর্বলতা অনুভব করছিলাম। আমার চোখ জ্বালা করছিল। হিমাচল প্রদেশে যাওয়ার আগে করোনা টেস্ট করিয়েছিলাম। আর আজ রিপোর্ট পজিটিভ এসেছে।

কঙ্গনা আরও লিখেন, আমি তো জানতামই না ভাইরাসটা আমার শরীরে আছে। তবে আমি খুব দ্রুত ভাইরাসকে ধ্বংস করব। এটা এমন কিছুই নয়। একটা সাধারণ ফ্লু। তাই আপনারা যত ভয় পাবেন, এটা আপনাদের তত ভয় পাওয়াবে।

সংবাদমাধ্যম এই ভাইরাস নিয়ে অহেতুক বাড়াবাড়ি করছে বলেও মত এই অভিনেত্রীর। এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন