ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বুলবুলের কারনে সামুদ্রিক মাছের দরপতন

বাংলাদেশে সবশেষ ঘূর্ণিঝড় বুলবুলের পর সব ধরনের সামুদ্রিক মাছের দাম কমে গেছে পাইকারি বাজারে। মাছের সরবরাহ থাকলেও বরফ সংকটের কারনে মাছের দরপতন হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

বিভিন্ন স্থান থেকে আসা সামান্য পরিমান বরফ দিয়েই চলছে সামুদ্রিক মাছের পাইকারি বাজার বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। বরফের অভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাছ পাঠাতে পাছেন না পাইকারি ব্যবসায়ীরা।

ঘূর্ণিঝড় বুলবুলের ফলে বরগুনার পাথরঘাটাসহ বিভিন্ন স্থানে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। তাই বরফ কলগুলো বর্তমানে বন্ধ রয়েছে। যার প্রভাব পড়েছে সামুদ্রিক মাছের পাইকারি বাজার গুলোতে। বরফ না থাকার কারনে গভীর সমুদ্রে না গিয়ে ধরা মাছ নিয়ে দ্রুত ঘাটে ফিরছেন জেলেরা ।

জেলেরা জানায়, বরফ না থাকায় গভীর সমুদ্রে যাওয়া যাচ্ছে না। যার জন্য একদিনের মধ্যে মাছ নিয়ে আবার চলে আসাতে হয়। এদিকে বিক্রির জন্য ঢাকায় পাঠাতে প্রয়োজনীয় বরফ না থাকায় মাছের দাম অর্ধেক নেমে গেছে।

সংকট মোকাবিলার জন্য বরিশাল ও খুলনা থেকে  সামান্য বরফ আনা হয়েছে। জেলে, পাইকার ও আড়তদারদের যা কিনতে হচ্ছে দিগুণ দামে।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন