ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএনসিসি’র করোনা হাসপাতালে আইসিইউ আছে, জনবল নেই

জনবল সংকটের কারণে ডিএনসিসির ডেডিকেটেড করোনা হাসপাতালের সব বেড এবং আইসিইউতে রোগী ভর্তি করা যাচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

আজ শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে এক ব্রিফিংয়ে একথা জানান তিনি।

এদিকে, আজও রাজধানীর হাসপাতালে রোগীর চাপ কম। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্য মতে, গেল ২৪ ঘণ্টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৬ জন নতুন করোনা রোগী ভর্তি হয়েছে। সাধারন শয্যা খালি রয়েছে ১২১টি।

রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিত্রও এমন। সপ্তাহখানেক আগের তুলনায় আগত রোগী কম। এ হাসপাতালে ১৭০টি সাধারন শয্যা খালি রয়েছে। তবে, আইসিইউ সংকট কাটছে না। প্রতিদিন গুরুতর করোনা রোগী বাড়ছে। সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ না পেয়ে উদ্বিগ্ন স্বজনেরা।

উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনে গিয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম মহাখালীর ওই মার্কেটটিকে ৫০০ শয্যার আরবান হাসপাতালে রূপান্তরের ঘোষণা দেন। ওই ঘোষণার আট মাসের মাথায় শুরু হয় ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন