শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ইচ্ছা অপূর্ণই থেকে গেল কবরীর

চুয়াডাঙ্গা শহরের ‘সেতাব মঞ্জিল’ নামের বাড়িতে ১৯৬৯ সালে কবরী অভিনীত ‘কখগঘঙ’ সিনেমাটির শুটিং করা হয়েছিল। সিনেমার খাতিরে ওই বাড়িতেই থাকতেন কবরী-রাজ্জাকসহ ওই সিনেমার পুরো দল। আর সেই বাড়িকে কেন্দ্র করে ওই পুরো রাস্তার নাম হয়েছে কবরী রোড।

ওই সড়কটি একবার দেখার ইচ্ছা ছিল কবরীর। তবে সেই ইচ্ছা আর পূরণ হলো না এই অভিনেত্রীর। ইচ্ছা অপূর্ণ রেখেই গতকাল শুক্রবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন কবরী।

‘কখগঘঙ’ সিনেমাটির চিত্রগ্রাহক ছিলেন প্রয়াত বেবী ইসলাম। শুটিং-এর খরচ কমাতে নিজ শহর চুয়াডাঙ্গায় সিনেমার চিত্রগ্রহণ করছিলেন তিনি। সিনেমার পরিচালনা করেছিলেন নারায়ণ ঘোষ মিতা। ১৯৭২ সালে মুক্তি পাওয়ার পর দর্শকহৃদয়ে জায়গা করে নেয় ‘কখগঘঙ’।

সেই সময়ে ১৭ বছর বয়সী নায়িকা কবরী খুবই জনপ্রিয় ছিলেন। কবরী যে বাড়িতে থাকতেন সেখানে উৎসুক লোকজন সবাই দেখতে আসতেন। শুটিং এর সময় ভিড় জমাতেন। কবরী রোডের ওই বাড়িটি এখন ‘কবরী মেসে’ পরিণত হয়েছে। কবরী আজ নেই তবে কবরী রোড বেঁচে থাকবে চিরকাল। এবং বাঙালির হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন কবরী।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  সম্মানীর জন্য শাকিব ফোন দিয়েছিলেন দিলরুবা খানকে!

সংবাদটি শেয়ার করুন