চলতি মাসের ৪ তারিখে ‘রাম সেতু’ সিনেমার শুটিং সেটে করোনা আক্রান্ত হন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় করোনা আক্রান্ত হওয়ার দিন দুয়েক পরেই হাসপাতালে ভর্তি হন তিনি।
এবার জানা গেছে, করোনামুক্ত হয়েছেন অক্ষয়। এই সুখবর জানিয়েছেন, তার স্ত্রী অভিনেত্রী টুইংকেল খান্না।
গতকাল সোমবার টুইংকেল এক টুইট বার্তায় বলেছেন, তিনি (অক্ষয়) এখন সম্পূর্ণ সুস্থ এবং আমরা তাকে নিয়ে ঘরে ফিরছি।
অক্ষয় নিজেও আরেক বিবৃতিতে জানিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দুঃসময়ে আমার পাশে থাকার জন্য। আপনাদের সবার ভালবাসায় করোনামুক্ত হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। এবার দিন কয়েক হোম কোয়ারেন্টাইন করে আবারও কাজে ফেরার পালা।
আনন্দবাজার/টি এস পি