শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইউটিউবে নতুন নীতিমালা, শঙ্কায় ইউটিউবাররা

ইউটিউব তাদের ‘টার্মস অব সার্ভিসে’ পরিবর্তন এনেছে। পরিবর্তন আনার পরপরই ব্যবহারকারীদের অবগতির জন্য তাদের কাছে নোটিফিকেশন পাঠিয়েছে ইউটিউব। তবে এ নতুন নীতিমালার একটি শর্ত দেখেই চিন্তায় পড়ে গেছেন ইউটিউব কনটেন্ট ক্রিয়েটররা।

ইউটিউবের এই নতুন নীতিমালার ‘অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন’ বিভাগে বলা হয়েছে, যদি কোনো ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিও বা লাইভ স্ট্রিমিং ভিডিওয়ের বিজ্ঞাপন থেকে ইউটিউব যথেষ্ট পরিমাণ অর্থ আয় করতে না পারে, তাহলে ঐ সকল কনটেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্ট ইউটিউব ডিলিট করে দেওয়ার ক্ষমতা রাখে।

কিন্তু ইউটিউবের এই নতুন নীতিমালা থেকে স্পষ্ট কোনো বার্তা পাচ্ছে না বেশিরভাগ ইউটিউবাররাই। তাই সকল ইউটিউবারদের মনে একটাই প্রশ্ন, এই নিয়ম শুধু মাত্র কি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নাকি সকল ইউটিউব অ্যাকাউন্টধারীদের জন্য। তবে ইউটিউবের নতুন এই নীতিমালা আগামী ১০ ডিসেম্বর থেকে প্রযোজ্য হবে ।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  বাড়ছে দেশীয় ফোনের বাজার

সংবাদটি শেয়ার করুন