দেশব্যাপী মহামারি করোনা মোকাবেলায় গণপরিবহণে আসন বিন্যাস করায় লকডাউনের ৬ষ্ঠ দিনেও যাত্রীদের বাস পেতে ভোগান্তি।
প্রায় অনেকটা বাধ্য হয়েই বাসে চড়ে পাশাপাশি বসছেন অনেকে। তবে কিছু বাসের ক্ষেত্রে দূরত্ব বজায় রেখে, আসন বিন্যাসের বাস্তবায়ন লক্ষ্য করা গেছে। আর মাস্ক পরতে অনীহা যেন নিত্যকার ঘটনা।
এদিকে, একদিকে লকডাউন কার ওপর সাপ্তাহিক বন্ধের দিন, তারপরও রাজধানীর সড়কে, বাসে নিরাপদ দূরত্ব রেখে আসন বিন্যাস বাস্তবায়নে মোটামুটি সফল পরিবহণ সংশ্লিষ্টরা।
তবে জীবিকার তাগিদ ও অন্যান্য প্রয়োজনে যারাই বের হয়েছেন, অপেক্ষা করেই বাসে চড়তে হচ্ছে তাদের এবং এক পর্যায়ে বাধ্য হয়েই পাশাপাশি বসছেন।
তাছাড়া, কোনো কোনো বাসে যথেষ্ট জায়গা থাকলেও কেউ কেউ পাশাপাশি বসেছেন, দেখাচ্ছেন নানান অজুহাত। চালক-হেলপার-সুপারভাইজাররাও নিশ্চুপ মেনে নিচ্ছেন বাস্তবতা।
উল্লেখ্য, নিষেধাজ্ঞা থাকলেও মোটরবাইকে একাধিক ব্যক্তি চড়ছেন। আর মাস্ক পরার ক্ষেত্রেও অবহেলার ছাপ স্পষ্ট। এদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকলেও এসব নিয়ে তাদের অনেকটাই গা ছাড়া ভাব।
আনন্দবাজার/শাহী