শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

এক সপ্তাহে মেট্রোরেলের ৪৮ কর্মী করোনায় আক্রান্ত

গত এক সপ্তাহে চলমান উত্তরা-মতিঝিল-কমলাপুর (এমআরটি-৬) প্রকল্পে কর্মরত ৪৫ জন কর্মী নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫১৮ জন। ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক আজ বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রকল্পটিতে বর্তমানে সাত হাজার কর্মী কর্মরত আছেন। এরমধ্যে ছয় হাজার বাংলাদেশের এবং বাকি এক হাজার বিদেশী কর্মী।

দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রথম পর্যায়ে গাবতলী কনস্ট্রাকশন ইয়ার্ডে ১০ শয্যা এবং উত্তরার পঞ্চবটি কনস্ট্রাকশন ইয়ার্ডে ১৩ শয্যার আরেকটি ফিল্ড হাসপাতাল চালু করা হয়েছে। প্রয়োজনে এই দুই হাসপাতালে শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান এমএএন ছিদ্দিক।

তিনি আরও জানান, নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের জনবল যেন স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে পারে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান করতে পারে সেজন্য প্রকল্প এলাকায় আবাসিক স্থাপনা নির্মাণ করা হয়েছে।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  'শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে'

সংবাদটি শেয়ার করুন