শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় আরও ৭ মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় এখন পর্যন্ত ৪৮ টি মামলা হয়েছে। এসব মামলায় আসামী করা হয়েছে ৩০ হাজারেরও বেশি লোককে। এর মধ্যে ছয়টি মামলায় ১৩৭ জনের নাম উল্লেখ করা হয়। অবশিষ্ট মামলায় সবাই ‘অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী’।

সবশেষ মঙ্গলবার সদর থানায় আরও ৭টি মামলা দায়ের করা হয়। পুলিশ ও ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এসব মামলা দায়ের করা হয়েছে। সদর মডেল থানাতেই ৪২ টি মামলা হয়েছে। এছাড়া আশুগঞ্জ থানায় ৩টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়। এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ৩২ জনের মধ্যে হেফাজতে ইসলামের কোন নেতা-কর্মী নেই। গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরতালের দিন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরকারী আরমান আলিফ-(২২)। গত ৪ এপ্রিল রাতে সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র‌্যাব-১৪ এর একটি দল গ্রেফতার করে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, তিন থানায় এ পর্যন্ত ৪৭ টি মামলা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের পক্ষ থেকে ১ টি মামলা হয়েছে বলে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান।

আনন্দবাজার/শাহী/নয়ন

আরও পড়ুনঃ  সার্ককে বাঁচানোর আকুতি

সংবাদটি শেয়ার করুন