ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রায়গঞ্জে ধানের বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বোরো ধান চাষে ভালো ফলনের আশায় ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকেরা। ইতিমধ্যেই কিছু পরিমাণ জমিতে ধানের শীষ বের হওয়া শুরু হলেও আর কিছুদিন পরেই পুরো ধান পেকে যাবে শুরু হবে কৃষকের ধান কাটার উৎসব।

অন্যান্য ফসলের চেয়ে বোরো ধানের চাষ ব্যাপক সাড়া ফেলেছে মন্তব্য উপজেলার কৃষক সমাজের। উপজেলার কৃষকরা বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে গত মৌসুমের চেয়ে এই মৌসুমে ভালো ফলন হবে বলে আশা করছেন উপজেলার কৃষকেরা। সময় মতো চারা রোপণ করার ফলে মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের একবুক স্বপ্ন।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, চাষিদের সাধারণ তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করছি। বোরো ধান চাষে কৃষকদের আগ্রহী করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে কৃষি বিভাগের মাধ্যমে তালিকা ভূক্ত কৃষকদের মাঝে উন্নত জাতের বোরো ধানের চারা, সার, বালাইনাশকসহ অন্যান্য উপকরণ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

এছাড়াও কৃষকদের সার্বক্ষণিক পরামর্শসহ সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে রায়গঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবারও বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করছেন রায়গঞ্জের কৃষকেরা।

আনন্দবাজার/শাহী/আবির

সংবাদটি শেয়ার করুন