মোবাইল অপারেটরদের তরঙ্গ পুনর্বিন্যাসের জন্য আজ বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে। এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের জন্য নতুন করে ২৭ দশমিক চার মেগাহার্টজ তরঙ্গ দেয়া হয়েছে। তাদের আগের তরঙ্গের সাথে এই তরঙ্গ দুই ধাপে একত্রীকরণ করা হচ্ছে। যার কারণে সব মোবাইল অপারেটরদের তরঙ্গ পরিবর্তন হবে।
এ কারণে প্রথম ধাপে আজ রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে আগামী ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে।
এর আগে গত ৮ মার্চ নিলামের মাধ্যমে এক হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগাহার্টজ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডে ২০ মেগাহার্টজসহ সর্বমোট ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ টেলিসেবা প্রতিষ্ঠান গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে বরাদ্দ দেয়া হয়েছে।
আনন্দবাজার/টি এস পি