একদিকে রোপা আমন ধান কাটা-মাড়াই হচ্ছে, অন্যদিকে শাক সবজি চাষের প্রস্তুতি সম্পন্ন করেছেন জয়পুরহাটের স্থানীয় কৃষকরা। নিবিড় ফসল উৎপাদন কর্মসূচীর আওতায় শাকসবজি চষের এই উদ্দ্যেগ নেয়া হয়েছে ।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুধেন্দ্রনাথ রায় জানান, সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১লাখ ৩৭ হাজার মেট্রিক টন । অন্য বারের মতো এবারও জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় শাকসবজি সরবরাহ করা হবে।
তিনি বলেছেন, উপজেলা ভিত্তিক শাকসবজি চাষের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে- সদর উপজেলায় দুইহাজার ৫শ হেক্টর, পাঁচবিবিতে দুইহাজার ৬২৫ হেক্টর, আক্কেলপুরে পাঁচশ ৫০ হেক্টর, ক্ষেতলাল উপজেলায় তিনশ ৭৫ হেক্টর ও কালাই উপজেলায় ২৭২ হেক্টর জমি।
ইতোমধ্যে জেলার কৃষি সম্প্রসারণ এর পক্ষ থেকে ২০১৯-২০ রবি মৌসুমে প্রতি জেলায় শাকসবজি চাষ সফল করতে কৃষকদের মাঠ পর্যায়ে পরামর্শ দেয়া হচ্ছে । এরইমধ্যে শাকসবজি চাষে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন জেলার কৃষকরা।
আনন্দবাজার/এফআইবি