করোনা সংক্রমণ রোধে সারাদেশে অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে বাসসহ অন্যান্য গণপরিবহনের ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। এবার গতকাল বৃহস্পতিবার থেকে নৌযানেও ভাড়া বাড়ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এবারের ঈদযাত্রায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে বলেও জানান প্রতিমন্ত্রী।
লঞ্চ মালিকরা জানান, বাসের মতো লঞ্চের ক্ষেত্রেও ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে।
এর আগে বাস ও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এছাড়া আজ বুধবার থেকে ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় বাস চলাচল করছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে নৌপরিবহনগুলোতেও বর্ধিত ভাড়ায় চলাচল করবে।
আনন্দবাজার/টি এস পি