পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলাপ্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্বাসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান স্মৃতি সৌধে সূর্যদয়ের সাথে সাথে পূষ্প মাল্য অর্পন করেন।
প্রথমে স্বাধীনতা দিবসে সূর্যদয়ের সাথে সাথে তপদ্ধনী ও জাতীয় পতাকা উত্তোলনের পর পাইকগাছা স্মৃতিসৌধে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে, তার পর সংসদ সদস্য আলহাজ্ব আক্তারজজামান বাবু এমপির পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু নেতৃত্বে, মুক্তিযোদ্ধা কমান্ড, পাইকগাছা পৌরসভার পক্ষে মেয়র সেলিম জাহাঙ্গীর নেতৃত্বে, উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু ও ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, পাইকগাছা থানার পক্ষে এএসপি ডি সার্কেল হুমায়ূন কবীরের নেতৃত্বে, আনসার ও ভিডিপি পক্ষে উপজেলা কর্মকর্তা আশালতা ও আলতাফ হোসেনের নেতৃত্বে।
আরও ছিলেন, আওয়ামী লীগ উপজেলা শাখার পক্ষে সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর নেতৃত্বে যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সহোযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাঃ নিতীশ চন্দ্র গোলদারের নেতৃত্বে, উপজেলা সাব-রেজিষ্ট্রার পক্ষে সা-রেজিষ্ট্রার মোনায়েমুর রহমানের নেতৃত্বে, পাইকগাছা আইনজীবী সমিতি, পাইকগাছা প্রেসক্লাবের পক্ষে সভাপতি এড এফ এম এ রাজ্জাক ও সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমেদর নেতৃত্বে, পাইকগাছা সরকারি কলেজ, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, পাইকগাছা সরকারি উচ্চ বালক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান পূষ্প মাল্য অর্পন করেন।
আনন্দবাজার/শাহী/ইমদাদ