ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএল বাধা কাটলো সাকিবের

সাকিব আল হাসানের চিঠির প্রেক্ষিতে ৪৮ দিনের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবার শ্রীলঙ্কার সিরিজ চলাকালীন দেশের খেলা বাদ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যেতে সাকিব আল হাসানের আর কোন বাধার রইল না।

গত ২০ মার্চ ক্রিকেট ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জির আয়োজনে ফেসবুকে একটি ভিডিও সাক্ষাৎকারে সাকিব বিসিবির বিরুদ্ধে কিছু অভিযোগ তোলেন। বিসিবি পরিচালক ও দেশের সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাঈমুর রহমানকে কাঠগড়ায় দাঁড় করান তিনি।

এরপরই দেশের ক্রীড়াঙ্গনে বেঁধে যায় সোরগোল। ওইদিন রাতেই সাকিব ইস্যুতে নিজ বাসভবনে জরুরি বৈঠক ডাকেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৈঠক শেষে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে আকরাম খান গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের আইপিএল খেলার এনওসি (অনাপত্তি পত্র) পুনর্বিবেচনা করা হবে।

কিন্তু শেষ পর্যন্ত সুখবরই পেলেন সাকিব। তবে একটি কিন্তু জুড়ে দেয়া হয়েছে।

বিসিবির পক্ষ থেকে ডিরেক্টর হায়দার আলী জানান, সাকিবকে দেয়া অনাপত্তিপত্র বহাল আছে এবং তিনি আইপিএল খেলতে যাবেন। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ মার্চ আইপিএল খেলার উদ্দেশে ভারতে যাবেন সাকিব। তবে তার এই অনাপত্তিপত্রের মেয়াদ ১৮ মে পর্যন্ত। কারণ ওই সময়ে ঘরের মাঠে শ্রীলংকা বিপক্ষে বাংলাদেশের সিরিজ আছে এবং ওই সিরিজে খেলবেন সাকিব। অর্থাৎ ৪৮ দিনের ছুটি পেলেন সাকিব।

এদিকে আইপিএলকে সামনে রেখে ঝাম ঝরা অনুশীলন শুরু করে দিয়েছেন সাকিব। স্ত্রী ও সন্তানদের পাশে থাকতে গত একমাস ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। যে কারণে নিউজিল্যান্ড সফরে যাননি বিশ্বসেরা এই অলরাউন্ডার। পুত্রসন্তান জন্মগ্রহণ করার ৬ দিন পর গত ২৩ তারিখে দেশে ফিরে আসেন তিনি। আসার পরদিনই মিরপুর ও নিজের ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেন আইপিএলের প্রস্তুতি হিসেবে।

এবারের আইপিএলের নিলামে পাঞ্জাব কিংসের সাথে কাড়াকাড়ি করে সাকিবকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। ৩ কোটি ২০ লাখ রুপিতে বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কেকেআর।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন