শাহরুখ খানের ‘জিরো’ ছবিটি ২০১৮ সালে মুক্তির পর এখন পর্যন্ত তার আর কোনো ছবি মুক্তি পায়নি। অবশেষে যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ছবি দিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন কিং খান।
‘পাঠান’ ছবির মধ্য দিয়েই দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। জানা গেছে, এই সিনেমায় পারিশ্রমিকের জন্য আনুষ্ঠানিকভাবে ভারতের সর্বোচ্চ সম্মানী পাওয়া অভিনেতা হলেন শাহরুখ খান। এই সিনেমার জন্য শাহরুখ পারিশ্রমিক হাঁকিয়েছেন ১০০ কোটি রুপি। দেশটির সিনেমা অঙ্গনে যা আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ।
টুইটারে একই খবর প্রকাশ করেছেন চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশারদ উমায়ের সাধুঁ। পারিশ্রমিকের ক্ষেত্রে সালমান খান, আমির খান, অক্ষয় কুমারকেও ছাড়িয়ে গেলেন শাহরুখ খান।
এই ছবিতে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে। প্রধান খলনায়কের ভূমিকায় থাকবেন জন আব্রাহাম।
গত বছরের নভেম্বরে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সিনেমাটির মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২২ সালে। তবে সিনেমাটির প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আনন্দবাজার/টি এস পি