এসি মিলানের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচের ৫৫তম মিনিটে মাঠ তুলে নেয়ায় কোচ মাউরিসিও সারির উপর খেপে যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই ক্ষোভের কারণে ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়েছিলেন পর্তুগিজ উইঙ্গার।
রোববার সিরিআর গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় কোচের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রোনাল্ডো। আগেভাগে মাঠ ছাড়ায় সিরি আতে দুই বছরের নিষেধাজ্ঞায় পড়তে পারেন সিআর সেভেন।
রোনাল্ডো পরিবর্তে নেমে গোল করেন আর্জেন্টাইন তারকার পাওলো দিবালা। মাঠে নামার ২২তম মিনিট পর (৭৭তম মিনিট) দিবালার ওই গোলই ম্যাচের ভাগ্য লিখে দেয়।
ইতালিয়ান টেলিভিশন টকশো টিকি-টাকায় দেশটির সাবেক ফুটবলার অ্যান্তোনিও কাসানো বলেছেন, খেলা শেষ হওয়ার আগে রোনাল্ডোর মত একজন খেলোয়ার এমনটি করতে পারেন না। কারণ অ্যান্টি-ডোপিং বিধিমালায় রোনাল্ডোকে ঝামেলায় ফেলতে পারে। লম্বা নিষেধাজ্ঞাও মিলতে পারে।
রোনাল্ডোর ক্ষোভের কারণ হিসেবে কোচ মাউরিসিও সারিও দায় দিচ্ছেন চোটকে। তিনি বলেছেন, দলের সেরা তারকার সঙ্গে আমার কোনো সমস্যা নেই। ওর হাঁটুতে ছোট একটা চোট আছে। ও আসলে ভালো অবস্থানে নেই।
রোনাল্ডোর রাগ দেখিয়ে এমন ভাবে চলে যাওয়াটা ভালোভাবে নেয়নি সতীর্থরা। গেজেত্তা ডেল স্পোর্ত বলেছেন, মাঠে ফিরতে চাইলে ড্রেসিংরুমে সতীর্থের কাছে সিআর সেভেনকে ক্ষমা চাইতে হবে ।
আনন্দবাজার/এম.কে