ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বরিশাল গণপূর্ত অধিদপ্তর এর উদ্যোগে আলোচনা সভা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের অংশ হিসেবে শেখ মুজিবুর রহমানের ‘প্রশাসনিক দূরদর্শিতা এবং গৃহায়ণ বিষয়ক ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল গণপূর্র্ত জোন ও সার্কেলের যৌথ উদ্যোগে বরিশাল গণপূর্ত জোনের সম্মেলন কক্ষে এই আলোচনা আনুষ্ঠিত হয়।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী আধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো: খোরশেদ আলম।

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: নাসিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ-আল-মাসুম।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ৬টি জেলার নির্বাহী প্রকৌশলীগণ, উপ-বিভাগীয় প্রকৌশলীবৃন্দ, সহকারী প্রকৌশলীবৃন্দসহ গণপূর্তের অন্যান্য সদস্যগণ। এসময় অতিথিরা বঙ্গবন্ধু, বাংলাদেশ ও প্রকৌশলবিদ্যার বাস্তব জ্ঞান নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভার পূর্বে মাসিক সমন্বয় সভায় বরিশালের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন প্রকৌশলীবৃন্দ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন