ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাণীশংকৈল রামপুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল রামপুর বাজারে মঙ্গলবার ২৪ (মার্চ) দুপুরে অবৈধ স্থাপনা অভিযানে প্রায় ১৫০টি হোটেল ও দোকান ঘর স্কবেটর দিয়ে অপসারন করা হয়েছে।
অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা।

এ সময় সংশ্লিষ্ট সহকারি ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম, ভূমি অভিসের কর্মচারি ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।

ভূমি অফিস সুত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে রামপুর বাজারে ১ নং খাস খতিয়ানে এক একর ৫৫ শতাংশ জমিতে ১৫০ টি কাঁচা পাকা হোটেল ও দোকান ঘর সরকারি নীতিমালা বহির্ভূত ভাবে রাজস্ব কর ফাঁকি দিয়ে তাদের ব্যবসা বানিজ্য চালিয়ে যাচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর পর তিন বার নোটিশ পাঠানোর পরও তারা তাদের হোটেল ও দোকান ঘর অপসারন করে নাই। পরবর্তী জেলা প্রশাসকের নির্দেশে সহকারি কমিশনার ভূমি প্রীতম সাহা এ অবৈধ স্থাপনা অভিযান পরিচালনা করেনন।

এ প্রসঙ্গে সহকারি কমিশনার (ভূমি) বলেন, হাটের ১ একর ৫৫ শতক জমি স্থানীয়রা অবৈধ ভাবে দখল করে কাঁচা পাকা ঘর স্থাপনা নির্মান করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা বানিজ্য করে আসছিলেন। অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য এর আগে লিখিত নোটিশসহ বলা হয়েছে। তার পরেও কোন কর্নপাত না করায় আইনগত ভাবে সরকারি নিয়মনীতি অনুযায়ী গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

পরবর্তীতে সুসজ্জিত ভাবে এই বাজারটিকে চান্দিনা ভিটি এবং তোহা বাজার হিসেবে দুটি অংশে সাজানো হবে। এবং যারা প্রকৃত দোকানদার তাদের ঘরের জমি রবাদ্দের জন্য সুপারিশ পাঠানো হবে।

আনন্দবাজার/শাহী/কবীর

সংবাদটি শেয়ার করুন