ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় মঙ্গলবার (২৩ মার্চ) বিনামূল্য কৃষকদের মাঝে চলতি মৌসুমে আবাদের জন্য পাট-বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
পাট সম্প্রসারণ ও বাস্তবায়নকারি অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে। এ উপলক্ষে এদিন সকালে পরিষদ চত্বরে
উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকারসহ কৃষি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনীতে ১১ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পাট বীজ ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি পটাশ ও ৩ কেজি টিএসপি সার দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে এবার উপজেলায় মোট ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে পাট বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে।
আনন্দবাজার/শাহী/কবীর