ঢাকা | রবিবার
২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মোহাম্মদপুর-মিরপুর এলাকায় সন্ধ্যা পর্যন্ত গ্যাস সংকট থাকবে

আমিনবাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের কাজের সময় তিতাস গ্যাসের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গ্রিন রোড ও ঝিগাতলা এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে তিতাস সূত্র জানিয়েছে।

সোমবার (২২ মার্চ) দিনগত ভোররাতে এই পাইপটি ক্ষতিগ্রস্ত হয়। উচ্চচাপের এই পাইপটি মেরামতের কাজ চলছে। শেষ হতে সন্ধ্যা গড়িয়ে যেতে পারে বলে জানা গেছে। ওই সময় পর‌্যন্ত স্বল্পচাপ কোথাও কোথাও গ্যাস না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মিরপুর এলাকার বাসিন্দা কাওসার হোসেন বার্তা২৪.কমকে বলেছেন, সকাল উঠেই গ্যাসর চাপ কম অনুভব করেন। ১০ টার দিকে আরও কমে যায়, এ সময় কূপির মতো জ্বলতে দেখেছেন। ঘোষণা ছাড়াই এমন হঠাৎ করে গ্যাস না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন