দৈনিক জনকণ্ঠ সম্পাদক ও বরেণ্য সাংবাদিক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
সোমবার (২২ মার্চ) ভোরে রাজধানীর একটি হাসপাতালে আতিকউল্লাহ খান মাসুদের ইন্তেকালের সংবাদে শোকাহত তথ্যমন্ত্রী তার শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. হাছান মাহমুদ বলেন, আতিকউল্লাহ খান মাসুদ তার সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে সম্পাদনা ও সাংবাদিকতায় যে নীতি ও আদর্শের দৃষ্টান্ত তৈরি করেছেন, তা অনুকরণীয় হয়ে রয়েছে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ বরেণ্য সম্পাদককে হারালো।
১৯৯৩ সাল থেকে আমৃত্যু দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্বপালনকারী আতিকউল্লাহ খান মাসুদ মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।
আনন্দবাজার/শহক