বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ভারত ও পাকিস্তানকে টপকে এগিয়ে আছে বাংলাদেশ। ৯৫টি দেশ নিয়ে তৈরি করা সুখী পরিবারের তালিকায় বাংলাদেশের অবস্থান ৬৮তম এবং ভারত রয়েছে ৯২তে। সেখানে পাকিস্তানের নাম নেই।
জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ওয়ার্ল্ড হ্যাপিনেসের প্রকাশিত আংশিক রিপোর্টের থেকে এ তথ্য জানা যায়। এ তালিকার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।
আজ শনিবার (২০ মার্চ) বিশ্ব সুখ দিবস। আজকেই সুখী দেশের তালিকা নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটি প্রকাশ করা হবে। তখন জানা যাবে ৯৫ এর পরে কোন কোন রাষ্ট্র রয়েছে। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হলে পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রের অবস্থানও জানা যাবে।
আংশিক রির্পোটের শীর্ষ পাঁচ দেশের মধ্যে ফিনল্যান্ডের পরেই রয়েছে আইসল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস। তালিকায় যে ৯৫টি দেশের নাম প্রকাশিত হয়েছে, তাতে সবার নিচে অবস্থান করছে জিম্বাবুয়ে। দেশটির ওপরেই রয়েছে তানজানিয়া, জর্ডান, ভারত ও কম্বোডিয়া।
মূলত একটি দেশের উৎপাদন (জিডিপি), গড় আয়ু, মানবিকতা, সামাজিক সহায়তা, স্বাধীনতা ও দুর্নীতির ওপর ভিত্তি করে সুখী দেশগুলোর তালিকা করা হয়। কিন্তু এবার করোনা পরিস্থিতিকেও জরিপের আওতায় নিয়ে আসা হয়েছে।
আনন্দবাজার/রনি