ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

পাইকগাছা উপজেলার ১০ টি ইউনিয়নে আওয়মী লীগের মনোনিত প্রার্থীরা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ১০ টি ইউনিয়নের লতা, গদাইপুর, কপিলমুনি, লস্কর, গড়ইখালী, দেলুটি, রাড়ুলী, চাদখালী, হরিঢালী, সোলাদানা ইউনিয়নে মনোনিত প্রার্থী কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়দুল ইসলাম জিয়া, কওসার আলী জোয়রদার, কে এম আরিফুজ্জামান তুহিন, রুহুল আমিন বিশ্বাস, রিপন কুমার মন্ডল, মুনসুর আলী গাজী, শেখ বেনজীর আহমেদ বাচ্চু, অধ্যক্ষ্য আবুল কালাম আজাদ, আঃ মান্নান গাজী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস সহ নেতাসহ দলীয় নেতা কর্মীরা।

আনন্দবাজার/শাহী/ইমদাদুল

সংবাদটি শেয়ার করুন