সীমান্তের বিভিন্ন স্পর্শ কাতর বিষয়াদি নিয়ে বিএসএফের সাথে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক করতে ভারতে গেলেন বিজিবির ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।
বিএসএফের আমন্ত্রণে সোমবার সকাল ১১ টার দিকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোবারক হোসেন ও রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খানের নেতৃত্বে বিজিবির একটি প্রতিনিধি দল সীমান্তের শুন্যরেখায় উপস্থিত হলে বিএসএফের রায়গঞ্জ সেক্টরের কমান্ডার ডিআইজি এসএ শ্রীবাস্তব তাদের শুভেচ্ছা জানান। পরে দু-বাহিনী একে অপরকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে বিজিবি প্রতিনিধি দলটি ভারতে যান। ভারতের হিলি বিএসএফ ক্যাম্পে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলটি ৫ ঘন্টার বৈঠক শেষে বিকেল ৪ টার দিকে বাংলাদেশে ফিরে আসেন। আলোচনা ফলপ্রশু হয়েছে বলে বিজিবি সুত্রে জানা যায়।
আনন্দবাজার/শাহী/রুবেল