আগামী ১৮ মার্চ নেপালে যাবে বাংলাদশ জাতীয় ফুটবল দল। তিন জাতি টুর্নামেন্টে অংশ নিতে দল নেপালে যাবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
করোনার জন্য অন-অ্যারাইভাল ভিসা বন্ধ থাকায় ঢাকা থেকেই ভিসা নিয়ে যেতে হবে পুরো দলকে। কলকাতা মোহামেডান থেকে সবুজ সংকেত পাওয়ায় ২১ মার্চের মধ্যেই দলের সঙ্গে নেপালে যোগ দেবেন অধিনায়ক জামাল ভুঁইয়া।
তিনজাতির এই টুর্নামেন্ট আসরে বাংলাদেশ-নেপালের সঙ্গে আছে তাজিকিস্তান। আসরের প্রস্তুতির জন্য শনিবার (১৩ মার্চ) থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি চাইলে কমলাপুর স্টেডিয়ামেও অনুশীলনের সুযোগ পাবে জেমির দল।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ১৮ মার্চ নেপালে যাব আমরা। সেখানে গিয়ে করোনা পরীক্ষা হবে। নেগেটিভ হলেই অনুশীলন শুরু করা যাবে। কোনো বিশেষ বিমানে নয়, বাংলাদেশ বিমানে করেই নেপালে যাবে দল।
আগামী ২৩, ২৫ ও ২৭ মার্চ হবে গ্রুপ পর্বের খেলা। দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সূচি। সুখবর হলো নেপালে বাংলাদেশ দলের নেতার ভূমিকায় পাওয়া যাবে জামাল ভুঁইয়াকে। ১৮ মার্চ জামাল ভুঁইয়াকে ছাড়বে তার ক্লাব কলকাতা মোহামেডান।
আবু নাঈম সোহাগ আরও বলেন, আমাদের সবার জন্য সবচেয়ে আনন্দের খবর। নেপালে জামাল ভূঁইয়াকে পাবো আমরা। কলকাতা মোহামেডান তাকে ১৮ তারিখ ছুটি দেবে। এরপর ২১ তারিখের মধ্যেই সে নেপালে দলের সঙ্গে যোগ দিতে পারবে। জামাল ফিরলে সবার মাঝে আত্মবিশ্বাস বাড়বে।
আনন্দবাজার/ডব্লিউ এস