শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়েটে নারী দিবস উপলক্ষ্যে ভার্চুয়াল সেমিনার

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষ্যে আগামীকাল ১১ মার্চ, ২০২১ খ্রি. এক ভার্চুয়াল সেমিনার (ওয়েবিনার) এর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য বিষয়ক উক্ত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চট্টগ্রাম-০৬ (রাউজান) সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ.বি.এম. ফজলে করিম চৌধুরী, এমপি এবং চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

ওয়েবিনারে সভাপতিত্ব করবেন চুয়েটে যৌন নিপীড়নমূলক কার্যকলাপ দমনে গঠিত অভিযোগ কমিটির আহবায়ক ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আয়শা আখতার। উক্ত ভার্চুয়াল সেমিনারে চুয়েটে নারীর অবস্থান বিষয়ক প্রামাণ্যচিত্র এবং আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষ্যে চুয়েটের শিক্ষার্থীদের নির্মিত অ্যানিমেশন ভিডিও প্রদর্শন করা হবে।

আনন্দবাজার/শাহী/রাশেদ

আরও পড়ুনঃ  ঢাবির শতবর্ষপূর্তি উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ

সংবাদটি শেয়ার করুন