ঢাকা | মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বর্ণের বৈশ্বিক উত্তোলন কমেছে

চলতি বছর স্বর্ণের দাম রেকর্ড বেড়েছে। তবে বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কমেছে মূল্যবান ধাতুটির বৈশ্বিক উত্তোলন । ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ডব্লিউজিসির তথ্যমতে, বিশ্বজুড়ে জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট ৮৫২ টন স্বর্ণ উত্তোলন হয়েছে। এছাড়াও বছরের শুরু থেকে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুটির উত্তোলন দাঁড়িয়েছে মোট ২ হাজার ৫৮৩ টনে, যা ধাতুটির উত্তোলন প্রবৃদ্ধিতে গত এক দশকের সর্বনিম্নে। তবে এ সময় স্বর্ণের বৈশ্বিক উত্তোলন আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় কমলেও গত পাঁচ বছরের প্রান্তিক গড় উত্তোলনের তুলনায় বেড়েছে।

তৃতীয় প্রান্তিকে বিশ্বের অন্যতম শীর্ষ (ষষ্ঠ) স্বর্ণ উত্তোলনকারী দেশ ইন্দোনেশিয়ায় খনিজ পণ্যটির উত্তোলন সর্বাধিক হারে কমেছে। একই সময়ে দেশটিতে অবস্থিত বিশ্বের বৃহৎ স্বর্ণখনি গ্রাসবার্গের উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ কমেছে। এরই কারনে শুধু ইন্দোনেশিয়া নয়, সারা বিশ্বের স্বর্ণের সম্মিলিত উত্তোলনে হ্রাস পেয়েছে।

একই সময়ে বিশ্বের শীর্ষ স্বর্ণ উত্তোলনকারী দেশ চীনেও কমেছে ধাতুটির উত্তোলন যা পূর্বের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় ৪ শতাংশ। ডব্লিউজিসির তথ্য অনুযায়ী, চীনে সম্প্রতি পরিবেশ আইন-২০১৭ প্রণীত হয়েছে। আইনটির কয়েকটি ধারার কঠোরতা দেশটির স্বর্ণ উত্তোলন খাতে বেশ নেতিবাচক প্রভাব ফেলেছে।

অন্যদিকে একই সময়ে তৃতীয় শীর্ষ উত্তোলনকারী দেশ রাশিয়াতেও স্বর্ণের উত্তোলনে বজায় ছিল মন্দা ভাব । তাছাড়াও চতুর্থ শীর্ষ উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্রের স্বর্ণ উত্তোলন কমেছে মাত্র ১ শতাংশ। মূল্যবান ধাতুটির অন্যতম উত্তোলক পেরুর উত্তোলনও কমেছে আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় ১২ শতাংশ। এদিকে চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দক্ষিণ আফ্রিকায় মূল্যবান ধাতুটির উত্তোলন কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন