ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্লাস-পরীক্ষা শুরুর লক্ষ্যে হাবিপ্রবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

করোনাভাইরাস চলাকালীন ক্লাস-পরীক্ষা শুরু সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যঝুকি এড়ানোর লক্ষ্যে সব ধরণের সভা-সমাবেশ, মিছিল, মিটিং ও সাংস্কৃতিক কর্মকান্ড না করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ খালেদ হোসেন।

তিনি তাঁর বিজ্ঞপ্তিতে জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত সময়সীমা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, মিটিং ও সাংস্কৃতিক কর্মকান্ড না করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

তিনি আরও বলেন, ক্লাস-পরীক্ষা শুরুর লক্ষ্যে স্বাস্থ্যঝুঁকি এড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সভা-সমাবেশ, মিছিল, মিটিং ও সাংস্কৃতিক কর্মকান্ড না করার জন্য আহ্বান জানিয়েছে।

আনন্দবাজার/শাহী/আজিজুর

সংবাদটি শেয়ার করুন