শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৩৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক ৩৮৮ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

গত রবিবার (০৭ মার্চ)  তারিখ আনুমানিক সময় রাত ০৮.০০ ঘটিকায় কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার লবণচরা থানার অন্তর্গত খান জাহান আলী সেতু সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৮৮ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যাক্তির নামঃ রিয়াজুল ইসলাম(৩০), পিতাঃ মৃত: রফিজ উদ্দিন শেখ, গ্রামঃ মোরলগঞ্জ সোনাখালী, পোস্টঃ সোনাখালী, থানাঃ মোরলগঞ্জ, জেলাঃ বাগেরহাট। পরবতর্ীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন, কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আনন্দবাজার/শাহী/সুজন

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে ৫২০ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

সংবাদটি শেয়ার করুন