ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মোল্লাহাটে বেপরোয়া বাসের চাপায় শিক্ষক নিহত

বাগেরহাটের মোল্লাহাটে বে-পরোয়া চালিত বাসের চাপায় বাইসাইকেল আরোহী আবু হানিফ মোল্লা নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলার দেড়বোয়ালিয়া সাগর ফিলিং স্টেশন সংলগ্ন মোড়ে খুলনা-মাওয়া মহাসড়কে এ এঘটনা ঘটে। আবু হানিফ মোল্লা এ উপজেলার উদয়পুর উত্তরকান্দি এলাকার মৃত ইয়াকুব আলী মোল্লার ছেলে। তিনি কামারগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। প্রায় একবছর পূর্বে উক্ত বিদ্যালয় হতে অবসরপ্রাপ্ত হণ।

আবু হানিফ মোল্লার সহকর্মী শিক্ষক সুত্র জানায়-ঘটনার দিন সকাল ১১টায় চরকুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মোল্লাহাট শিক্ষক সমিতির পূর্ব নির্ধারিত সভা ছিলো । উক্ত সভায় যোগ দিতে নিজ বাড়ি হতে বাইসাকেলে যাওয়ার পথে বেপরোয়া গতির রূপসী পরিবহনের সোহাগ নামের ঢাকা মেট্রো-ব ১৪-৯৬১৯ নং বাস তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই শিক্ষক আবু হানিফ মোল্লার মৃত্যু হয়।

স্থানীয় মাদ্রসাঘাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের টিআই শেখ আবুল হাসান জানান, ঘাতক বাসটি আটক করে ক্যাম্পে আনা হয়েছে। এছাড়া বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

আনন্দবাজার/শাহী/শাহীন

সংবাদটি শেয়ার করুন