ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জামালগঞ্জে আওয়ামীলীগের প্রস্তুতি সভায়

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।

শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের দলীয়ে কার্যালয়ের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ সভাপতি করুনা সিন্ধু তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো. জহিরুল হক তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিি জিতেন্দ্র তালুকদার পিন্টু, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ নাজেল, এড. আব্দুুুল খালেক, জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, সাবেক যুগ্ন আহবায়ক মকবুল হোসেন আফিন্দী, জেলা মহিলালীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা, মধ্যনগর বণিক সমিতির সভাপতি অমরেশ চৌধুরী, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন প্রমূখ।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, সর্বকালের সর্বশ্রষ্ট, বাঙ্গালী স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করেন। তিনি বলেন, ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের তাৎপর্য অনেক গভীর, ইউনেস্কো ঐতিহাসিক এই ভাষণকে বৈশ্বিক দলিলে অন্তর্ভুক্তিকরণ হিসেবে স্বীকৃতি দেওয়ায় আন্তজাতিক পরিমন্ডলে এ ভাষণের গুরত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। তাই ৭ মার্চ উপলক্ষে বিভিন্ন কর্মসুচী হাতে নিয়েছেন।

আনন্দবাজার/শাহী/সাইফ

সংবাদটি শেয়ার করুন