ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জবি শিক্ষকের ‘বঙ্গবন্ধু-জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ বইয়ের মোড়ক উম্মোচন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান (রহমান যশোরী) রচিত ‘বঙ্গবন্ধু- জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে শত কবিতায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নিজ কক্ষে উক্ত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ , শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ নুরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জাকারিয়া মিয়া, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোঃ আশরাফ-উল-আলম, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মাদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ।

এ বিষয়ে ‘বঙ্গবন্ধু জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি’ গ্রন্থের লেখক অধ্যাপক ড.আতিয়ার রহমান বলেন, মূলত বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রেখেই আমার এই গ্রন্থের লেখা শুরু। বঙ্গবন্ধুকে নিয়ে শ’খানেক কবিতা নিয়েই আমার এই গ্রন্থ। বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলিকে কেন্দ্র করে আমার কবিতা গুলো লেখা, যা সাত পর্বে বিভক্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, আমার কবিতাগুলোর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নামও আছে যেহেতু তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছেন।

আনন্দবাজার/শাহী/সাঈদ

সংবাদটি শেয়ার করুন